নারায়নগঞ্জে উদ্যান, খেলার মাঠ ও পুকুর ভরাট করে টেক্সটাইল পল্লী স্থাপনের বিরুদ্ধে হাইকোর্টের চূড়ান্ত রায়
আজ (১০ মার্চ, ২০২২) নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডস্থ গোদানাইল এলাকায় বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশন (বিটিএমসি)-এর নিয়ন্ত্রণাধীন চিত্তরঞ্জণ কটন মিল্স লি: কর্তৃক মিলের অভ্যন্তরে অবস্থিত উদ্যান, খেলার মাঠ ও ৭ একর আয়তন বিশিষ্ট ৩ টি পুকুর ভরাট করে টেক্সটাইল পল্লী স্থাপনের বিরুদ্ধে রায় প্রদান করেন আদালত। একইসাথে মহামান্য আদালত মিলের অভ্যন্তরে অবস্থিত উদ্যান,…