ডিফেন্ডিং এনভায়রনমেন্টাল রাইটস এন্ড প্রমোটিং জাস্টিস
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)
নেটওয়ার্ক গাইডলাইন
বেলার নেটওয়ার্ক প্রতিষ্ঠার লক্ষ্য
স্থানীয় পর্যায়ে বেলা নেটওয়ার্ক প্রতিষ্ঠার মাধ্যমে বেলা মূলত ৩টি লক্ষ্য অর্জন করতে চায়। প্রথমত- স্থানীয় পর্যায়ে পরিবেশগত ন্যায়বিচারের ধারণাকে জোরদার করা, দ্বিতীয়ত- পরিবেশ রক্ষায় স্থানীয় পর্যায়ের জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, এবং তৃতীয়ত- জনসংযোগ ও জনশক্তি বৃদ্ধির মাধ্যমে পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত করা ও পরিবেশগত উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করা।
বেলা নেটওয়ার্কের উদ্দেশ্য
- পরিবেশ রক্ষায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় পর্যায়ের জনগোষ্ঠীকে আরোও সংগঠিত ও সুসংহত করা
- দেশের সকল স্তরে পরিবেশগত ন্যায্যতা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে আইনী সহায়তা বৃদ্ধি করা
- পরিবেশ রক্ষায় জনগোষ্ঠী-চালিত ও তৃণমূল পর্যায়ের উদ্যোগগুলোর সাথে সংযুক্ত হওয়া ও সহায়তা প্রদান
- কৌশলগত জোট ও নেটওয়ার্ক বৃদ্ধির মাধ্যমে পরিবেশগত ন্যায়বিচার অর্জন জোরদার করা
- পরিবেশগত ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আইন প্রণয়নে অ্যাডভোকেসি করা
- আইন প্রয়োগের জন্য এবং আইনগত দুর্বলতাকে চিহ্নিত করে তা রোধের জন্য সচেতনতা বৃদ্ধি ও অ্যাডভোকেসি করা
বেলা নেটওয়ার্ক গঠন প্রক্রিয়া
- এলাকা চিহ্নিতকরণ ও নির্বাচন
- নির্বাচিত এলাকায় নেটওয়ার্ক গঠনের সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা যাচাই
- স্থানীয় বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সের নাগরিকদের সমন্বয়ে সম্ভাব্য সদস্যদের তালিকা তৈরি ও তথ্য সংগ্রহ
- তালিকাভুক্তদের মধ্য থেকে সম্ভাব্য নেটওয়ার্ক সদস্যদের তালিকা তৈরি ও তার ন্যায্যতা প্রতিপাদন
- প্রাথমিক ভিত্তিতে প্রস্তাবিত ব্যক্তিদের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের সম্মতি গ্রহণ
- একটি নির্ধারিত তারিখে প্রস্তাবিত ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় সভার মাধ্যমে সদস্যপদ গ্রহণ।
বেলা নেটওয়ার্ক সদস্য হওয়ার যোগ্যতা
নিম্নে উল্লেখিত গুণাবলীসমূহ বেলা নেটওয়ার্ক সদস্য হওয়ার ক্ষেত্রে যোগ্যতা হিসেবে বিবেচিত হবে-
- সততা ও সাহসিকতা
- পরিবেশ ও পরিবেশগত ন্যায়বিচারের ব্যাপারে সচেতনতা
- সর্বজন শ্রদ্ধেয় এবং সামাজিকভাবে গ্রহণযোগ্যতা
- নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ও পরিবেশরক্ষামূলক কাজের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত
- শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাশ
- দলীয়, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বা অন্য মতাদর্শের উর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে পরিবেশ রক্ষায় সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী
- বাংলাদেশের নাগরিক ও সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা
- স্বেচ্ছাসেবার মানসিকতাসম্পন্ন
- ন্যূনতম বয়স ২৭ বছর
- শারীরিক ও মানসিকভাবে সুস্থ
যারা সদস্য হতে পারবেন না
- আদালতে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তি
- রাষ্ট্র, সমাজবিরোধী ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত ব্যক্তি
- প্রচলিত আইনের দৃষ্টিতে অপরাধযোগ্য কর্মকান্ডে সম্পৃক্ত ব্যক্তি সদস্যপদ বাতিল
যেসব কারণে সদস্যপদ বাতিল হবে
- বেলা বা এর নেটওয়ার্ক এর সম্মান বা মর্যাদা হানিকর কোন কাজের সাথে সম্পৃক্ত হলে
- বেলা’র লক্ষ্য, উদ্দেশ্য ও নৈতিক আচরণবিধি বিরোধী কোন কাজের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হলে
- বেলা বা এর নেটওয়ার্ককে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ আদায় বা আদায়ের চেষ্টা করলে
- মিথ্যা তথ্য প্রদান করলে
- নৈতিক স্খলনজনিত কোন ঘটনার সাথে সম্পৃক্ত হলে
- নারী ও শিশুর প্রতি সহিংসতা, নারী ও শিশু অধিকার লঙ্ঘন এবং নারী ও শিশুর প্রতি অবমাননাকর কোন কাজের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকলে
- স্থায়ীভাবে অসুস্থ হয়ে পড়লে এবং মানসিক বৈকল্য দেখা দিলে
- কোন সদস্যের বিরুদ্ধে পরিবেশ বিনষ্ট, দুর্নীতি, অনিয়ম বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উত্থাপিত হলে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে বেলা প্রধান কার্যালয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে
- উপয্ধুসঢ়;ক্ত কারণ ছাড়া পর পর তিনটি নেটওয়ার্ক সমন্বয় সভা বা বিভাগীয় কার্যালয় আয়োজিত কার্যক্রমে অংশগ্রহণ না করলে বিভাগীয় সমন্বয়কারী উক্ত নেটওয়ার্ক সদস্যকে প্রাথমিকভাবে সতর্ক করবেন এবং পরবর্তীতে তার সদস্য পদ বাতিলের উদ্যোগ গ্রহণ করবেন
বেলা নেটওয়ার্কের কার্যপদ্ধতি
- বেলার বিভাগীয় অফিস কার্যক্রম আছে এমন জেলাগুলোর প্রতিটি থেকে সর্বোচ্চ ৪ জন নেটওয়ার্ক সদস্য গ্রহণ করতে পারবে। এই ৪ জন তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবেন, যিনি সংশ্লিষ্ট জেলা-কে প্রতিনিধিত্ব করবেন। নির্বাচিত প্রতিনিধি সংশ্লিষ্ট জেলার পরিবেশগত সমস্যাগুলো চিহ্নিত করে বেলার বিভাগীয় সমন্বয়কারীর পরামর্শসাপেক্ষে প্রয়োজনীয় প্রমাণাদি, স্থানীয়দের স্বাক্ষর এবং তারিখ ও সময় সংবলিত ছবি (বিশেষ ক্ষেত্রে সাক্ষাৎকার ও বক্তব্য সহ ভিডিও বা ডকুমেন্টারী) সংগ্রহ করবেন এবং প্রতি বিভাগীয় নেটওয়ার্ক সমন্বয় সভায় তা পেশ করবেন।
- বেলার প্রতিটি বিভাগীয় কার্যালয়ে নেটওয়ার্ক সদস্যদের সমন্বয়ে একটি নেটওয়ার্ক কমিটি থাকবে যার একজন সভাপতি ও ২ জন সহ-সভাপতি থাকবেন। বিভাগীয় সমন্বয়কারী এই কমিটির সমন্বয়ক হিসেবে কাজ করবেন। নেটওয়ার্ক সদস্যদের ভোটে প্রতি ২ বছর অন্তর সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন।
- প্রতি ছয় মাসে একবার নেটওয়ার্ক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। এই সভায় পূর্ববর্তী সভায় গৃহীত পদক্ষেপগুলোর বর্তমান অবস্থা এবং পরবর্তী ছয় মাসের কর্মপরিকল্পনা নির্ধারিত হবে। বিভাগীয় সমন্বয়কারী এই সভার প্রতিবেদন প্রতি সভার পর দুই (২) কার্যদিবসের মধ্যে প্রধান কার্যালয়ে দাখিল করবেন।
- বেলার নেটওয়ার্কের বার্ষিক সভা বেলা প্রধান কার্যালয় কর্তৃক ঢাকায় আয়োজিত হবে। বার্ষিক সভায় বেলার প্রতিটি বিভাগীয় কার্যালয়ের
নেটওয়ার্ক থেকে সভাপতি ও অন্তত ১ জন সহ-সভাপতি অংশগ্রহণ করবেন।
- বেলার নেটওয়ার্ক সদস্যগণ যেকোন পরিবেশগত সমস্যায় স্থানীয় লোকজনকে সংগঠিত করে স্বাক্ষর গ্রহণ, মানববন্ধন, র্যালী ইত্যাদি আয়োজন বিভাগীয় কার্যালয়কে সহযোগিতা করবেন। সেই সাথে স্থানীয় ও দায়িত্বপ্রাপ্ত প্রশাসনকে চিঠি লিখে পরিবেশগত বিভিন্ন সংকট সম্পর্কে, যথাযথ প্রমাণসাপেক্ষ, অবহিত করবেন। এক্ষেত্রে বেলার বিভাগীয় সমন্বয়কারী তাকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ প্রদান করবেন এবং তথ্য ও প্রতিবেদন সংগ্রহ ও লিপিবদ্ধকরণের দায়িত্বে থাকবেন।
- বেলা প্রতিনিধি মাঠ পরিদর্শনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার নেটওয়ার্ক সদস্যগণের সাথে যোগাযোগ করবেন। বেলা এক্ষেত্রে নেটওয়ার্ক সদস্যগণের কাছ থেকে সর্বাত্মক সহযোগগিতা প্রত্যাশা করে।
- বেলার প্রকাশনাসমূহ নেটওয়ার্ক সদস্যগণ সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয় থেকে প্রয়োজনীয়তা সাপেক্ষে সংগ্রহ করতে পারবেন।