মেসার্স সুপার ব্রিকসকে অবৈধ ঘোষণা করে আদালতের রায়

যশোর জেলাধীন কেশবপুর উপজেলার অন্তর্গত সাতবাড়িয়া মৌজায় নির্মিত “মেসার্স সুপার ব্রিকস” নামক ইটভাটাকে অবৈধ ঘোষণা করে রায় প্রদান করেছেন মহামান্য আদালত। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক দায়েরকৃত জনস্বার্থমূলক মামলার (মামলা নং ৪৭৯৩/২০১৮) শুনানী শেষে আজ (০৩ নভেম্বর, ২০২০) বিচারপতি জনাব মোঃ আশফাকুল ইসলাম এবং বিচারপতি জনাব মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন…

নদী সুরক্ষায় সংশ্লষ্টি সকল মন্ত্রণালয়রে সদচ্ছিা কামনা করলনে জাতীয় নদী রক্ষা কমশিন।

বশ্বি নদী দবিস উদযাপন উপলক্ষে আয়োজতি এক র্ভাচ্যুয়াল গোলটবেলি আলোচনায় প্রধান অতথিরি বক্তব্যে নদী সুরক্ষায় সংশ্লষ্টি সকল মন্ত্রণায়লকে সদচ্ছিা ও সহযোগতিার মানসকিতা নয়িে এগয়িে এসে একসঙ্গে কাজ করার আহবান জানয়িছেনে জাতীয় নদী রক্ষা কমশিনরে চয়োরম্যান। এতে নদী বাঁচাতে সরকাররে ভতেরে যারা নয়িম ভঙ্গ করছে তাদরে শাস্তরি আওতায় নয়িে আসার সুপারশি করছেনে অংশগ্রহণকারী বক্তারা।আজ ২৮ সপ্টেম্বের…