BELA-র সংগে আমার প্রথম পরিচয় হয় 2004 এর “BELA 7-Day Training Programme on “Environment and Environmental Law” Organized by Bangladesh Environmental Lawyers Association (BELA), Dhaka,18-23 December 2004” । এই ট্রেইনিং প্রোগ্রামের সাত দিনেই আমি BELA-র সংগে ছিলাম। অদ্ভুদ এক ভালোবাসার সৃষ্টি হয় BELA-র সংগে। এরপর থেকেই BELA-র সংগে পথচলা। বেলার অগনিত প্রোগ্রামে অংশ গ্রহন করেছি। পরিবেশ আইন নিয়ে কাজ করার অনুপ্রেরনা ও নির্দেশনা এই বেলার কাছে পেয়েছি । এই জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আমি পরিবেশ আইনের উপর বেশ কয়েকটা গবেষণা পরিচালনা করি । পরিবেশ আইনের উপর দুজন গবেষকের পিএইচডি গবেষেণা তত্ত্বাবধায়ন করি। একজন ”Environmental Laws on Biodiversity in Bangladesh” এবং অপরজন “Legal Framework for Ensuring Sustainable Water Resource Management in Bangladesh” । আরও একজন গবেষকের গবেষণার কাজ চলমান । এই পথচলা থাকুক অনন্ত কাল । BELA-র উত্তরোত্তর সফলতা কামনা করি।

 

 

Dr. Md. Redwanur Rahman
Professor

Institute of Environmental Science
University of Rajshahi, Rajshahi-6205
Bangladesh