– প্রেস বিজ্ঞপ্তি –
প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে রক্ষার স্বার্থে অবৈধভাবে নির্মিত সকল হোটেল, মোটেল, রিসোর্ট ও অন্যান্য বাণিজ্যিক স্থাপনা অপসারণ এবং প্রবাল, কাঁকড়া, শামুক, ঝিনুক, কচ্ছপ অন্যান্য জলজ প্রাণীর অনিয়ন্ত্রিত আহরণ বন্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০০৯ সালে একটি জনস্বার্থমূলক মামলা ( নং ৬৮৪৮/২০০৯) দায়ের করে। মামলার চুড়ান্ত শুনানী শেষে গত ২৪ অক্টোবর, ২০১১ তারিখে আদালত সেন্ট মার্টিন দ্বীপে পরিবেশগত ছাড়পত্র ছাড়া গড়ে ওঠা সকল স্থাপনা ভেঙ্গে ফেলতে; ভবিষ্যতে যেন পরিবেশগত ছাড়পত্র ছাড়া কোন স্থাপনা গড়ে উঠতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে; কাঁকড়া, শামুক, ঝিনুক, কচ্ছপসহ অন্যান্য জলজ প্রাণী সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে রায় প্রদান করেন । সেইসাথে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী শাস্তি প্রদানেরও নির্দেশ প্রদান করেন উচ্চ আদালত।
আদালতের গত ২৪ অক্টোবর, ২০১১ তারিখের রায় ও নির্দেশ প্রতিপালনের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর সেন্ট মার্টিন দ্বীপে পরিবেশগত ছাড়পত্র ছাড়া গড়ে ওঠা অন্যান্য স্থাপনাগুলোর সহিত অবকাশ পর্যটন লিমিটেড-এর সেন্ট মার্টিন রিসোর্ট উচ্ছেদের নোটিশ প্রদান করেন। পরবর্তীতে অবকাশ পর্যটন লিমিটেড-এর সেন্ট মার্টিন রিসোর্ট-এর অনুকূলে পরিবেশগত ছাড়পত্র প্রদানের জন্য অনলাইনে পরিবেশ অধিদপ্তর বরাবর আবেদন করলে পর্যাপ্ত তথ্যের অভাবে আবেদনটি বাতিল করে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রেরিত এ নোটিশ ও পরিবেশগত ছাড়পত্র প্রাপ্তির আবেদন বাতিলের বৈধতা চ্যালেঞ্চ করে অবকাশ পর্যটন লিমিটেড ২০১৭ সালে উচ্চ আদালতে একটি মামলা দায়ের করে (নং ৬৭৮২/২০১৭)। মামলার প্রাথমিক শুনানী শেষে আদালত পরিবেশ অধিদপ্তর কর্তৃক সেন্ট মার্টিন রিসোর্ট ভেঙে ফেলা সংক্রান্ত নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ প্রতিষ্ঠানের অনুকূলে পরিবেশগত ছাড়পত্র প্রদানের নির্দেশ কেন প্রদান করা হবে না তা জানতে চেয়ে বিবাদীগণের উপর ২টি রুল জারি করেন। পরবর্তীতে বেলা এ মামলায় পক্ষভুক্ত হয়ে মামলাটিতে প্রতিদ্বন্দিতা করে। আজ ২০ এপ্রিল, ২০২২ তারিখে মামলার চুড়ান্ত শুনানী শেষে জনাব বিচারপতি জে. বি. এম হাসান ও জনাব বিচারপতি রাজিক-আল-জালিল-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ অবকাশ পর্যটন লিমিটেড-এর সেন্ট মার্টিন রিসোর্ট-এর অনুকূলে প্রদত্ত রুল ২টি খারিজ করে রায় প্রদান করেন। একইসাথে আদালত পরিবেশগত ছাড়পত্রবিহীন সেন্টমার্টিন রিসোর্ট নামক প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ প্রদান করেন।
বেলা’র পক্ষে মামলাটি পরিচালনা করেন সৈয়দা রিজওয়ানা হাসান। অবকাশ পর্যটন লিমিটেড-এর পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ।
আরো তথ্যের জন্য যোগাযোগ করুন –
এস. হাসানুল বান্না
আইনজীবী, বেলা।
মোবাইল: ০১৮৩৩০২৬২৬২
তারিখঃ ২০ এপ্রিল, ২০২২