আজ (১০ মার্চ, ২০২২) নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডস্থ গোদানাইল এলাকায় বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশন (বিটিএমসি)-এর নিয়ন্ত্রণাধীন চিত্তরঞ্জণ কটন মিল্স লি: কর্তৃক মিলের অভ্যন্তরে অবস্থিত উদ্যান, খেলার মাঠ ও ৭ একর আয়তন বিশিষ্ট ৩ টি পুকুর ভরাট করে টেক্সটাইল পল্লী স্থাপনের বিরুদ্ধে রায় প্রদান করেন আদালত। একইসাথে মহামান্য আদালত মিলের অভ্যন্তরে অবস্থিত উদ্যান, খেলার মাঠ ও পুকুর ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ও বিটিএমসিকে যৌথভাবে পালনের নির্দেশ প্রদান করেন।
জনাব বিচারপতি কে.এম. কামরুল কাদের এবং জনাব বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলাম-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক দায়েরকৃত একটি জনস্বার্থমূলক মামলার (নং-৫৭৩৯/২০১৩) চূড়ান্ত শুনানী শেষে এ রায় প্রদান করেন। রায়ের মাধ্যমে আদালত ০৩ জুন, ২০১৩ তারিখে প্রাথমিক শুনানী অন্তে প্রদত্ত রুল চূড়ান্ত করেন। মামলার প্রাথমিক শুনানি শেষে মহামান্য আদালত আইন বহির্ভূতভাবে দরপত্র আহবান ও সেগুলোর কার্যকারীতা কেন প্রচলিত আইন এবং জনস্বার্থ বিরোধী ঘোষণা করা হবেনা এবং চিত্তরঞ্জণ কটন মিলস্ লিঃ, নারায়নগঞ্জ মিলের অভ্যন্তরে অবস্থিত উদ্যান, খেলার মাঠ ও পুকুর রক্ষায় বিবাদীগকে কেন নির্দেশ প্রদান করা হবেনা তা জানতে চেয়ে মহামান্য আদালত রুল জারী করেন।
উল্লেখ্য, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডস্থ গোদানাইল এলাকায় ৩৩.২৩ একর আয়তন বিশিষ্ট বিটিএমসি-এর নিয়ন্ত্রণাধীন চিত্তরঞ্জণ কটন মিল্স লি: -এর অভ্যন্তরে অবস্থিত উদ্যান, খেলার মাঠ ও ৭ একর আয়তন বিশিষ্ট ৩ টি পুকুর ভরাট করে টেক্সটাইল পল্লী স্থাপনের লক্ষ্যে ২২ টি বিভিন্ন আকারের প্লট বিক্রির উদ্যোগ গ্রহণ করে। চিত্তরঞ্জণ কটন মিল্স লিঃ কর্তৃপক্ষ উল্লেখিত উদ্যান, খেলার মাঠ ও পুকুর ভরাটের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট হতে ২০ এপ্রিল, ২০১৩ এবং ২৩ এপ্রিল, ২০১৩ তারিখে আইন বহির্ভূতভাবে দরপত্র আহবান করে। এমতাবস্থায়, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) উদ্যান, খেলার মাঠ ও পুকুর রক্ষায় এবং আইন বহির্ভূতভাবে দরপত্র আহবানের বিরুদ্ধে জনস্বার্থমূলক মামলাটি দায়ের করে।
বেলা’র পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। বিটিএমসি-এর পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট মোঃ বদরুদ্দোজা। সরকার পক্ষে ছিলেন ডেপুটি এটর্নী জেনারেল ওয়ায়েস আল হারুনি ।
মামলার বিবাদীগণ- ১। সচিব, ভূমি মন্ত্রণালয়, ২। সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়, ৩। সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ৪। সচিব, শিল্প মন্ত্রণালয়, ৫। সচিব, বস্ত্র এবং পাট মন্ত্রণালয়, ৬। মেয়র, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন, ৭। চেয়ারম্যান, বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশন (বিটিএমসি), ৮। মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, ৯। জেলা প্রশাসক, নারায়নগঞ্জ, ১০। উপজেলা নির্বাহী অফিসার, নারায়নগঞ্জ সদর, ১১। জেনারেল ম্যানেজার, চিত্তরঞ্জণ কটন মিলস্ লিঃ ।
আরো তথ্যের জন্য যোগাযোগ করুন –
এস. হাসানুল বান্না
আইনজীবী, বেলা।
মোবাইল: ০১৮৩৩০২৬২৬২
তারিখঃ ১০ মার্চ, ২০২২