ধলেশ^রী নদী পুনরুদ্ধারে কর্মপরিকল্পনা প্রণয়নে হাইকোর্ট বিভাগের নির্দেশ
আজ (৩১ আগস্ট, ২০২৫) দূষণ ও দখল থেকে ধলেশ^রী নদী রক্ষায় বিবাদীগণের ব্যর্থতা সংবিধান, প্রচলিত আইন ও আদালতের রায়ের লঙ্ঘন বিধায় তা কেন বিধি-বহির্ভূত, বেআইনী ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে মহামান্য হাইকোর্ট বিভাগ বিবাদীগণের উপর রুল জারি করেছেন। জারিকৃত এ রুলে সিএস জরিপ ও মূল প্রবাহ অনুযায়ী নদীর সীমানা নির্ধারণপূর্বক তা…
Details