দখলমুক্ত বরগুনার ঐতিহ্যবাহী ভাড়ানী খাল, জনমনে স্বস্তি
দখলমুক্ত বরগুনার ঐতিহ্যবাহী ভাড়ানী খাল, জনমনে স্বস্তি খালের ভৌগোলিক অবস্থান ও আর্থ-সামাজিক গুরুত্ব বুড়িশ্বর (পায়রা), বিষখালী ও হরিণঘাটা নদী নদী বেষ্টিত উপকূলীয় জেলা বরগুনা’র সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য শাখানদী ও খালের মধ্যে ঐতিহ্যবাহী অন্যতম একটি খাল হচ্ছে ভারানী খাল। ৭ কিলোমিটার দৈর্ঘ্যরে এ খালটির অবস্থান জে এল ৩০ নং মৌজার এস.এ ১ নং খতিয়ানের…