নেটওয়ার্ক মিটিং
তারিখ: ২৬ নভেম্বর ২০১৯
স্থান: বিডিএস মিলনায়তন, ৫, সদর রোড, বরিশাল।
প্রতিবেদন তৈরী: ২৮ নভেম্বর ২০১৯
২৬ নভেম্বর ২০১৯ তারিখ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বরিশালের আয়োজনে বরিশাল বিভাগের ৬ টি জেলার নেট মেম্বারদের অংশগ্রহনে ‘‘নেটওয়ার্ক মেম্বার সমšয়^ সভা’’ বিডিএস মিলনায়তন, ৫,সদর রোড, বরিশালে অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগের পরিবেশগত সমস্যা নিরুপন, নির্বাচিত পরিবেশগত সমস্যার সমাধান কল্পে নেট মেম্বারদের পরামর্শ, ভূমিকা ও কমকৌশল নির্ধারনই ছিল মূলতঃ এ সভার লক্ষ্য ও উদ্দেশ্যে। সভার শুরুতে বেলা বরিশাল অফিসের সমšয়^ কারী জনাব লিংকন বায়েন স্বাগত বক্তব্যে এ পর্যš Í বৃহত্তর বরিশালের সার্বিক পরিবেশ চিত্র তুলে ধরেন এবং নেট মেম্বারদের নিজ নিজ এলাকার পরিবেশগত সমস্যা তুলে ধরা সেই সাথে এ সকল সমস্যা সমাধানে বেলা’র কাছে তাঁদের প্রত্যাশার কথাও ব্যক্ত করার আহŸান জানান। বেলা’র ফিল্ড কো-অডির্ েনটর জনাব এ এম এম মামুন ‘‘বেলা’’ সম্পর্কিত উপস্থাপনায় বলেন, ‘‘বেলা দেশের সাবির্ক পরিবেশ বজায় রাখার স্বার্থে এ পর্যš Í উচ্চ আদালতে জন¯া^ র্থে তিন শতাধিক মামলা করেছে এবং যুগান্তকারী সফলতাও পেয়েছে। পাশাপাশি দেশের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে গণসচেতনতামূলক কার্যμমের উপরও বেলা অবিরাম কাজ করে যাচ্ছে। বেলা’র কাজকে গতিশীল করতে নেট মেম্বারদের নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে আরো সμিয় হয়ে ভূমিকা পালনের আহŸান জানান। বেলা’র হেড অব প্রোগ্রামস জনাব মো. খোরশেদ আলম বেলা’র নেটওয়ার্ক সম্পর্কে ধারনা প্রদান করেন। পাশাপাশি তিনি বলেন, কেবল আইনী পদক্ষেপ দিয়ে নয়, দেশব্যাপী সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে গণসচেতনতামূলক কার্যμমও চালিয়ে যেতে হবে। বৃহত্তর বরিশালের ৬টি জেলার নেট মেম্বাররা ৩টি গ্রæপে বিভক্ত হয়ে নিজ নিজ জেলার পরিবেশগত সমস্যা, সমস্যার ধরন, সমস্যা সৃষ্টিকারী চিহ্নিত করন, তাঁদের করনীয় এবং বেলা’র কাছে তাদের প্রত্যাশার কথা সহজ ভাষায় তুলে ধরেন। গ্রæপ নং ১ ‘‘কীর্তনখোলা’’ বরিশাল ও ভোলা জেলা, গ্রæপ নং ২ ‘‘পায়রা’’ পটুয়াখালী ও বরগুনা জেলা এবং গ্রæপ নং ৩ ‘‘সুগন্ধা’’ অংশ নিয়েছিল পিরোজপুর ও ঝালকাঠি জেলার নেট মেম্বাররা। দলীয় আলোচনায় জেলা ভিত্তিক সমস্যা সমূহ তুলে ধরেন এবং এর মধ্যে অবৈধ ইট ভাটা, নদী-খাল দখল- দূষণ ভরাট, বন উজাড়, কয়লা ভিত্তিক তাপ বিদ্যুত কেন্দ্র নির্মান, জলযান
হতে আবর্জনা নদীতে ফেলা, কুয়াকাটার পর্যটন এলাকার সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা ও দূষণ, নদী হতে অবৈধভাবে বালূ উত্তোলন, খাস পুকুর ভরাট ও দখল, জাহাজ ভাঙ্গা শিল্প, লবনাক্ততা বৃদ্ধি ও পৌর বর্জ্য বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। তাঁরা মনে করেন এখন হতে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে না পারলে দেশের পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। দলীয় আলোচনায় নেট মেম্বারগন জেলা ভিত্তিক যে পরিবেশগত সমস্যাগুলো তুলে ধরেছেন তা হুবহু নি¤েড়ব ছক আকারে তুলে ধরা হলঃ
Table Data will be add
অনুষ্ঠানের শেষলগেড়ব নেট মেম্বারদের মধ্যে সমন্বয় সভায় বক্তব্য রাখেন মোবাশ্বির উল্লাহ চৌধুরী, মেজবাহ্ উদ্দিন মাননু, সোহরাব হোসেন, এম. জসীম উদ্দিন, মোঃ মিজানুর রহমান, জিয়াউল আহসান, হেমায়েত উদ্দিন হিমু, রনজিত দত্ত, শুভংকর চμবর্তী, রফিকুল আলম, জাহানারা বেগম স্বপড়বা, শিবানী চৌধুরী প্রমুখ। তাঁরা উন্মুক্ত আলোচনায় বলেন, ‘‘অর্থনৈতিক ভাবে দেশ অগ্রসর হলেও পরিবেশগতভাবে ভাবে আমরা দিনকে দিন পিছিয়ে যাচ্ছি। তাই দেশের সামগ্রিক উনড়বয়নে সরকারী বা বেসরকারী ভাবে যে সব প্রকল্প গ্রহন করাই হোক না কেন পরিবেশ সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তাই এ ব্যাপারে ‘বেলা’ সহ পরিবেশবাদী সংগঠনগুলোর আরো সোচ্চার হতে হবে। দেশের দক্ষিনাঞ্চলে সুন্দর বনের নিকটে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। পটুয়াখালীর কলাপাড়ায় এবং বরগুনার তালতলী উপজেলায় কৃষিজমি অধিগ্রহন করে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হচ্ছে। সেখানে ক্ষতিগ্রস্থদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। পাশাপাশি এ বিদ্যুৎ কেন্দ্রের কারনে টেংরাগিরি বনের ক্ষতির আশঙ্কা রয়েছে। ঝুঁকির মধ্যে পড়েছে এখানকার জিববৈচিত্র। শুধু তাই নয় সরকার টেংরাগিরি বনের নিকট জাহাজ নির্মাণ ও জাহাজ ভাঙ্গা শিল্প স্থাপনের লক্ষে জমি অধিগ্রহনের কাজ করছে এতে ক্ষতিগ্র¯ ’ হবে সংরক্ষিত বন ও জীববৈচিত্র। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। শুধু পটুয়াখালীর কলাপাড়ায়ই ৮,০০০ মেগাওয়াটের বিদ্যুৎ প্লান্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও পরিবেশ-প্রতিবেশ ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়বে। এ ব্যাপারে জাতীয় ভাবে এ্যাডভোকেসীর দরকার বলে তাঁরা মনে করেন । সেই সাথে তারা দেশব্যাপী যে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে সরকার এ ব্যাপারে পরিবেশ রক্ষার বিষয়টিকে কতটুকু গুরুত্বের সাথে নিবে সে ব্যাপারেও তাদের উদ্বেগের কথা জানিয়েছেন’’। অনুষ্ঠানে মোট ২১ জন বেলা’র নেট মেম্বার উপস্থিত ছিলেন। এর মধ্যে ৪ জন নারী ও ১৭ জন পুরুষ অংশগ্রহনকারী।