আজ ০১ ফেব্রুয়ারি, ২০২২ মহামান ̈ হাইকোর্টপুরোনো ঢাকাসহ মহানগরীর বিভিন্ন জায়গায় কেমিক ̈াল থেকে অগ্নিকান্ড প্রতিরোধে ৫ টি পরিবেশবাদী ও মানবাধিকার সং ̄’া ও চুড়িহাট্টার অগ্নিকাÐে নিহত ২ ব ̈৩ির পরিবারের সদস ̈দের দায়ের করা একটি জন ̄^ার্থমূলক মামলায় (নং-১০২৭৮/২০২১) কারণ দর্শানোর নোটিশসহ অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করেছেন।
জনাব বিচারপতি ফারাহ মাহবুব ও জনাব বিচারপতি এস. এম. মনিরু৩⁄৪ামান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ প্রাথমিক শুনানী অন্তে সরকারের ১১ টি সং ̄’াকে (সচিব, শিল্প মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; ̄^রাষ্টধ মন্ত্রণালয়; মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন; চেয়ারম ̈ান, রাজউক; মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর; মহাপরিচালক, ফায়ার র্সাভসি ওর্ র্সভলর্ ফিফন্স র্অদিপ্তর; মহাপরিচালক, বিস্ফোরক অধিদপ্তর; জেলা প্রশাসক, ঢাকা; ব ̈ব ̄’াপনা পরিচালক, ওয়াসা; এবং ব ̈ব ̄’াপনা পরিচালক, ঢাকা ইলেকটিধক সাপ্লাই কোম্পানী (ডেসকো)) বিভিন্ন অগ্নিকাÐের পর সরকারের দেয়া প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ নিতে ব ̈র্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা এবং কেন অবৈধ সকল কেমিক ̈াল গোডাউন, দোকান, কারখানা এবং ভবন মালিকের বিরুদ্ধে ব ̈ব ̄’া নিতে নির্দেশ দেয়া হবেনা সে বিষয়ে কারণ দর্শাতে আদেশ দিয়েছেন। একইসাথে, আদালত পুরোনো ঢাকায় পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ ও হাইডেধন্ট পয়েন্ট ̄’াপন এবং রা ̄Íা চওড়ার বিষয়ে মাস্টার প্ল ̈ানের সুপারিশ বা ̄Íবায়ন করতে কেন নির্দেশ দেয়া হবেনা তাও জানতে চেয়েছেন আদালত। আদালত, কেন বিপ৩⁄৪নক পদার্থেও ব ̈বহার, ̧দামজাতকরণ ও পরিবহন নিয়ন্ত্রনে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ২০ ধারার
অধীন বিধি প্রণয়ন করতে বলা হবেনা এবং কেন চুড়িহাট্টার অগ্নিকাÐে নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান করতে ও পুনর্বাসন করতে নির্দেশ দেয়া হবেনা সে বিষয়ে ৪ সপ্তাহের মধে ̈ কারণ দর্শাতে বলেছেন।
মহামান ̈ আদালত আগামী ১৭ এপ্রিল, ২০২২ তারিখের মধে ̈ সরকারের ৬ টি সং ̄’াকে (সচিব, শিল্প মন্ত্রণালয়; সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন; চেয়ারম ̈ান, রাজউক; মহাপরিচালক, ফায়ার র্সাভসি ওর্ র্সভলর্ ফিফন্স র্অদিপ্তর; মহাপরিচালক, বিস্ফোরক অধিদপ্তর) পুরোনো ঢাকায় কেমিক ̈াল গোডাউন, কারখানা, দোকান আছে এমন সকল দালানের তালিকা এবং শ ̈ামপুর ও ট১⁄২ীতে অ ̄’ায়ী ও
মুন্সীগঞ্জের সিরাজদিখাঁনে ̄’ায়ী কেমিক ̈াল পল্লী ̄’াপনের অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে আদালতে দাখিলের নির্দেশ প্রদান করেছেন।
উল্লেখ ̈, বিগত ২০ ফেবধুয়ারি, ২০১৯ পুরোনো ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাÐে ৭১ জন নিহত ও অসংখ ̈ মানুষ আহত হন। এ দূর্ঘটনায় ক্ষতিগ্র ̄’ পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের লক্ষে ̈ বেসরকারি ব ̈াংকসমূহ ৩০ কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল ̈াণ তহবিলে প্রদান করলেও অদ ̈াবধি ক্ষতিগ্র ̄Í পরিবারের কোন সদস ̈ এই ক্ষতিপূরণ পায়নি। ফলশ্রæতিতে তারা মানবেতর জীবন-যাপন করছে। পুনরায় এমন
দূঘর্টনা রোধ করতে ও ক্ষতিগ্র ̄Íপরিবারকে ক্ষতিপূরণ ও পুর্নবাসনের দাবিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ লিগ ̈াল এইড এন্ড সার্ভিসেস টধাস্ট (বøাস্ট), নিজেরা করি, এসোসিয়েশন ফর ল ̈ান্ড রিফর্ম এ ̈ান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), আইন ও সালিশ কেন্দধ (আসক) এবং ভু৩ভোগী জনগণের পক্ষে মোছাঃ ফাতেমা আ৩ার এবং মোঃ নাসির উদ্দীন উল্লেখিত জন ̄^ার্থমূলক মামলাটি দায়ের করলে আদালত উল্লেখিত রুল
ও আদেশ প্রদান করেন।
বেলা‘র পক্ষে মামলাটি পরিচালনা করেন এ ̈াডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান।
রাষ্টপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি অ ̈াটর্নিজেনারেল জনাব শধী সমরেন্দধ নাথ বিশ্বাস।
মামলার বিবাদীগণ- ১। সচিব, শিল্প মন্ত্রণালয়; ২। সচিব, পরিবেশ, বন ও জলবায়ুপরিবর্তন মন্ত্রণালয়; ৩। সচিব, ̄^রাষ্টধ মন্ত্রণালয়; ৪। মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন; ৫। চেয়ারম ̈ান, রাজউক; ৬। মহাপরিচালক, ২ পরিবেশ অধিদপ্তর; ৭। মহাপরিচালক, ফায়ার র্সাভসি ওর্ র্সভলর্ ফিফন্স র্অদিপ্তর; ৮। মহাপরিচালক, বিস্ফোরক অধিদপ্তর; ৯। জেলা প্রশাসক, ঢাকা; ১০। ব ̈ব ̄’াপনা পরিচালক, ওয়াসা; ১১। ব ̈ব ̄’াপনা পরিচালক, ঢাকা ইলেকটিধক সাপ্লাই কোম্পানী (ডেসকো); ১২। সভাপতি, বাংলাদেশ কেমিক ̈াল ইন্ডাস্টিধজ কর্পোরেশন (বিসিআইসি); ১৩। সভাপতি, বাংলাদেশ স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (বিএসইসি); ১৪। সভাপতি, বাংলাদেশ ̄§ল এন্ড কটেজ ইন্ডাস্টিধজ কর্পোরেশন (বিএসসিআইসি); ১৫। সভাপতি, বাংলাদেশ কেমিক ̈াল এন্ড
পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশন; ১৬। ̄^ত্তাধিকারী, ওয়াহেদ ম ̈ানশন। আরো তথে ̈র জন ̈ যোগাযোগ করুন –
এস. হাসানুল বান্না
আইনজীবী, বেলা।
মোবাইল: ০১৮৩৩০২৬২৬২
তারিখঃ ১ ফেব্রুয়ারি, ২০২২