কক্সবাজার জেলার সংরক্ষিত এবং রক্ষিত বনাঞ্চলের মধ্যে এবং সন্নিকটে বিদ্যমান বালুমহালের ইজারা কার্যক্রম স্থগিত করেছেন আদালত

আজ (১০ আগস্ট, ২০২৫) কক্সবাজার জেলার চকরিয়া, রামু ও উখিয়া উপজেলাস্থ সংরক্ষিত এবং রক্ষিত বনাঞ্চলের মধ্যে এবং সন্নিকটে বিদ্যমান নয়টি বালুমহাল বিধিবহির্ভূতভাবে ইজারা প্রদানের উদ্দেশ্যে তালিকাভুক্ত করা সংবিধান ও অন্যান্য আইনের পরিপন্থী বিধায় কেন তা বেআইনি, আইনী কর্তৃত্ববিহীন ও জনস্বার্থ বিরোধী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে বিবাদীগণের প্রতি রুল জারি করেছেন মহামান্য আদালত।…