বিপন্ন শুশুক সুরক্ষা নিশ্চিতকরণে বেলার পত্র প্রেরণ ।
-প্রেস রিলিস- আজ (৩১ জুলাই, ২০২৫), নদীর বাস্তুতন্ত্র ও খাদ্য শৃঙ্খল টিকিয়ে রাখতে অগ্রণি ভূমিকা বহনকারী শুশুকসহ সকল প্রজাতির প্রাণীর নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সংশ্লিষ্ট করতিপক্ষ বরাবর পত্র প্রেরণ করেছে। একইসাথে, বেলা সম্প্রতি শুশুক শিকার ও বিক্রির সাথে জড়িত দোষী ব্যক্তিদের বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক আইনের আওতায় এনে…