দূষণ থেকে ময়মনসিংহের বানার নদী রক্ষায় আদালতের নির্দেশ
আজ (০২ মার্চ, ২০২৫) দূষণ থেকে ময়মনসিংহ জেলার বানার নদী রক্ষায় বিবাদীগণের ব্যর্থতা, সংবিধান, প্রচলিত আইন ও আদালতের রায়ের লঙ্ঘন বিধায় তা কেন বিধি-বহির্ভূত, বেআইনী ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে মহামান্য হাইকোর্ট বিভাগ বিবাদীগণের উপর রুল জারি করেছেন। একইসাথে বানার নদীকে পরিবেশ সংরক্ষণ আইনের ৫ ধারা মতে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা…