পরিবেশগত ন্যায় বিচারকে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে অন্তভর্‚ক্তকরণের এবং নির্বাচনী প্রচারনায় একবার ব্যবহার্য্য প্লাস্টিক বন্ধের দাবী জানিয়ে সংবিধান এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বরাবর বেলার পত্র প্রেরণ

আজ (১৯ ডিসেম্বর, ২০২৪) বর্তমান ও আগামী প্রজন্মকে পরিবেশগত বিপর্যয়ের হাত থেকে রক্ষা এবং দেশে সুস্থ পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ, জলবায়ু ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সাধনকে পরিবেশগত ন্যায়বিচারকে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান, “জলবায়ু”কে উক্ত অনুচ্ছেদে সংযুক্তকরণ এবং জরমযঃ ঃড় ঐবধষঃযু ঊহারৎড়হসবহঃ কে জরমযঃ ঃড় ষরভব হিসেবে অন্তর্ভূক্ত দাবী…