মৌলভীবাজারের প্রতিবেশগত সংকটাপন্ন হাকালুকি হাওরের অন্তর্গত মালাম বিল রক্ষায় হাইকোর্টের রুল
আজ (১৫ জানুয়ারি, ২০২৪) মহামান্য হাইকোর্ট বিভাগ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত হাকালুকি হাওরের অন্তর্ভুক্ত মালাম বিল ও বিলের জলাবনকে গাছকাটা, স্থাপনা নির্মাণ ও শ্রেণি পরিবর্তন থেকে রক্ষায় বিবাদীগণের ব্যর্থতা ও আইনের ব্যতয় ঘটিয়ে বিলটিকে পূণরায় ইজারা প্রদান সংবিধান ও প্রযোজ্য আইনের পরিপন্থি হওয়ায় কেন তা বেআইনী, আইনি কর্তৃত্ববিহীন ও জনস্বার্থ বিরোধী…