মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকো পার্কে পৌরসভা মেয়র কর্তৃক পৌরবর্জ্য ফেলার উপর আদালতের নিষেধাজ্ঞা
– প্রেস বিজ্ঞপ্তি – মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকো পার্কে পৌরসভা মেয়র কর্তৃক পৌরবর্জ্য ফেলার উপর আদালতের নিষেধাজ্ঞা আজ ২৮ এপ্রিল, ২০২২ মহামান্য হাইকোর্ট মৌলভীবাজার জেলাস্থ সদর উপজেলাধীন লাউরাগা রিজার্ভ ফরেস্ট মৌজায় অবস্থিত ৮৮৬ একর আয়তনের বর্ষিজোড়া ইকো পার্ককে অবৈধ গাছকাটা, পাহাড় কাটা, রাস্তা নির্মাণ ও বর্জ্য ডাম্পিং থেকে রক্ষা ও সংরক্ষণে বিবাদীদের ব্যর্থতাকে কেন অবৈধ, আইনগত…