সোহরাওয়ার্দী উদ্যানের শতবর্ষী ও বিলুপ্তপ্রায় পাখিদের আশ্রয়স্থল বৃক্ষসমূহ না কাটার দাবিতে বেলা ও সমমনা বেসরকারী প্রতিষ্ঠান ও স্থপতি কর্তৃক লিগ্যাল নোটিশ প্রেরণ
আজ (৬ মে, ২০২১) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), এসোসিয়েশন ফর ল্যান্ড রিফরমস এ্যান্ড ডেভেলাপমেন্ট (এএলআরডি), নিজেরা করি, বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (বøাস্ট), বাংলােেদশ পরিবেশ আন্দোলন (বাপা), আইন ও শালিস কেন্দ্র (আসক), এবং স্থপতি মোবাশ্বের হোসেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মূল ও প্রাকৃতিক বৈশিষ্ট্য বিনষ্ট করণ হতে বিরত থাকতে, এ উদ্যানের শতবর্ষী ও বিলুপ্তপ্রায়…