”মার লি:” নামক কোম্পানী কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল ও অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা

আজ (১৫ মার্চ, ২০২১) মহামান্য হাইকোর্ট হবিগঞ্জ জেলাধীন মাধবপুর উপজেলাস্থ নোয়াপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত শাহ্পুর নামক স্থানে “মার লি:” নামক কোম্পানীর অননুমোদিত, বিপজ্জনক ও দূষণ কার্যক্রম প্রতিরোধে বিবাদীগণের ব্যর্থতাকে কেন অবৈধ, আইনগত কর্তৃত্ব বহির্ভুত ও জনস্বার্থ বিরোধী ঘোষণা করা হবেনা, শিল্প প্রতিষ্ঠানটিকে বর্তমান স্থান থেকে ঘোষিত কোন শিল্প এলাকায় স্থানান্তরের নির্দেশ দেয়া হবেনা এবং উক্ত প্রতিষ্ঠানের…