বর্জ্য ব্যবস্থাপনায় সমস্যা এবং সমাধানে করনীয়

‘‘বর্জ্য ব্যবস্থাপনায় সমস্যা এবং সমাধানে করনীয় ’’ শীর্ষক আলোচনা সভা (এফজিডি) স্থান: হোসনাবাদ, কাউনিয়া,বরিশাল। তারিখ: ২৭ অক্টোবর ২০১৯ প্রতিবেদন তৈরী: ৩১ অক্টোবর ২০১৯ ‘প্রাচ্যের ভেনিস’ খ্যাত বরিশালের সার্বিক পরিবেশ এখন আর আগের মতো নেই। বরিশালের বর্তমান মেয়র মহোদয় বরিশালকে দ্বিতীয় সিংগাপুর করার প্রত্যয় ব্যক্ত করেছেন। অথচ বরিশালের বর্জ্য ব্যবস্থাপনার কোন পরিকল্পিত ¯া’ পনা নেই। নেই…