বনানী রোড নং-২৩/এ, বøক-বি, প্লট নং-১ এ বনানী আবাসিক এলাকায় অবস্থিত বনানী বিদ্যা নিকেতন নামক প্রতিষ্ঠানের খেলার মাঠ হিসেবে বরাদ্দ প্রাপ্ত জমিতে রাজউকের অনুমোদন বিহীন নির্মাণ কাজ বন্ধ ঘোষণা করেছেন মহামান্য হাইকোর্ট। পাশাপাশি ১১ নং বিবাদীর (সভাপতি, বনানী বিদ্যানিকেতন স্কুল এÐ কলেজ) খেলার মাঠের স্থানে নির্মাণ কাজকে কেন বিবাদীগণের ব্যর্থতা হিসেবে গণ্য করা হবেনা সে মর্মে রুল জারি করেছেন। একইসাথে ৫নং (চেয়ারম্যান, রাজউক) ও ১১ নং বিবাদীকে (সভাপতি, বনানী বিদ্যানিকেতন স্কুল এÐ কলেজ) তাৎক্ষণিকভাবে এ নির্মাণ কাজ বন্ধ করে উক্ত মাঠটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার আদেশ প্রদান করেন। সেইসাথে আগামী ২২ আগস্ট, ২০১৯ তারিখে ৫নং ও ১১ নং বিবাদীকে আদালতের নির্দেশ প্রতিপালন করে এফিডেভিট আদালতে জমা প্রদান করতে নির্দেশ প্রদান করেন এবং এই বিষয়ে আদেশ প্রদানের জন্য আগামী ৩০ আগস্ট, ২০১৯ তারিখ দিন ধার্য করেন। আজ (২৮ জুলাই, ২০১৯) বিচারপতি জনাব মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জনাব আশরাফুল কামাল-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক দায়েরকৃত এক জনস্বার্থমূলক মামলার (নং-৮৩০৭/২০১৯) প্রাথমিক শুনানী অন্তে এ রুল ও নিষেধাজ্ঞা জারি করেন।
উল্লেখ্য ঢাকা মহানগরীর বনানী আবাসিক এলাকার রোড নং ২৩/এ, বøক বি-এর বরাদ্দ প্রাপ্ত তিনটি প্লটে “বনানী বিদ্যানিকেতন স্কুল এÐ কলেজ” নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে লে আউট প্ল্যানে ১নং প্লটটি খেলার মাঠ হিসেবে চিহ্নিত যা দীর্ঘ সময় ধরে শিশুদের খেলার মাঠ এবং প্রাপ্ত বয়স্কদের প্রাত:ভ্রমণের স্থান হিসেবে ব্যবহার হয়ে আসছে। অতি সম্প্রতি বনানী বিদ্যানিকেতন স্কুল এÐ কলেজ কর্তৃপক্ষ খেলার মাঠ হিসেবে চিহ্নিত ১নং প্লটে স্থাপনা নির্মাণ কার্যক্রম পরিচালনা শুরু করেছে। এলাকাবাসীর খেলার মাঠটি রক্ষার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করে। সংশ্লিস্ট কর্তৃপক্ষের নিকট থেকে যথাযথ প্রতিকার না পেয়ে এলাকাবাসী বেলা বরাবর আইনগত সহায়তা চেয়ে আবেদন করলে বেলা অত্র মামলাটি দায়ের করে।