“বাংলাদেশে জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব” শীর্ষক অনলাইন ওয়েবিনার
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব¡কে অনুধাবন করে প্রতি বছর ২২ মে তারিখে বিশ্বব্যাপী আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়। এ বছর জীববৈচিত্র্য দিবসের প্রতিপাদ্য হলো “ইঁরষফরহম ধ ংযধৎবফ ভঁঃঁৎব ভড়ৎ ধষষ ষরভব”। এ উপলক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আজ ২২ মে, ২০২২, বিকেল ৫.৩০ টায় “বাংলাদেশে জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব” শীর্ষক অনলাইন ওয়েবিনার-এর আয়োজন করেছে। ওয়েবিনার-এ আমন্ত্রিত আলোচকবৃন্দদের মধ্যে ছিলেন ডেপুটি চীফ ফরেস্ট কনজারভেটর জনাব জাহিদুল কবীর; ক্রিয়েটিভ কনজার্ভেশন অ্যালায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শাহরিয়ার সিজার রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও ওয়াইল্ডটিম প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আনওয়ারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আলিফা বিনতে হক; আইইউসিএন এর কান্ট্রি ডিরেক্টর জনাব রকিবুল আমিন; আরণ্যক ফাউন্ডেশনের প্রোগ্রাম সমন্বয়কারী আবু হেনা মোস্তফা কামাল, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানসহ আরও অনেকে।
ডেপুটি চীফ ফরেস্ট কনজারভেটর জনাব জাহিদুল কবীর, বন বিভাগের যথাযথ অর্থানের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। তার বক্তব্যে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্পের সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় জোর দিতে বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও ওয়াইল্ডটিম প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আনওয়ারুল ইসলাম সংরক্ষিত বন সম্পর্কে মানুষের সচেতনতা কম থাকার বিরূপ দিকটি তুলে ধরেন। এর সাথে তিনি সংরক্ষিত এলাকায় বসবাসরত মানুষের জীবন যাত্রার সাথে সামঞ্জস্যতার ব্যাপারটি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে ব্যাখ্যা করেন।
আইইউসিএন এর কান্ট্রি ডিরেক্টর জনাব রকিবুল আমিন বলেন, জীববৈচিত্র্যের উপর ক্ষতি কমানোর এবং জীববৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি ন্যাশনাল কনজারভেশন স্ট্র্যাটিজির ব্যাপারেও কথা বলেন। জনাব শাহরিয়ার সিজার রহমান, ক্রিয়েটিভ কনজার্ভেশন অ্যালায়েন্সের মাধ্যমে বিভিন্ন বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌছানো বন্যপ্রাণি রক্ষা নিয়ে তাদের কাজের ব্যাপারে আলোচনা করেন। তাছাড়াও তার সংস্থায় বিভিন্ন স্থানীয় জনগোষ্ঠীকে বন্যপ্রাণির সংরক্ষনের কাজে অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতায়নের ব্যাপারটিও তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আলিফা বিনতে হক তাঁর বক্তব্যে জীববৈচিত্র্য পুনরুদ্ধার থেকে সংরক্ষণকে বেশি প্রাধান্য দেন। আরণ্যক ফাউন্ডেশনের প্রোগ্রাম সমন্বয়কারী আবু হেনা মোস্তফা কামাল, পাহাড়ী অঞ্চলে কাজ করার প্রতিকুলতার ব্যাপারে উল্লেখ করেন। এর পাশাপাশি পাহাড়ি অঞ্চলের জমি মালিকানা সংক্রান্ত জটিলতার বিষয়ে কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান ওয়েবিনারটির মডারেটিং-এর পাশাপাশি জীব-বৈচিত্র্য সংরক্ষনে আইনি জটিলতাসহ অন্যান্য প্রাসঙ্গিক আইন সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে কথা বলেন। বন উজাড়ের হার, দেশীয় মাছ বিলুপ্তসহ বিভিন্ন জীববৈচিত্র্য হ্রাস প্রাসঙ্গিক তথ্য তুলে ধরেন।
আরও তথ্যের জন্য
আজমাইন আদিল নাকিব
কমিউনিকেশন এ্যাসিসটেন্ট, বেলা
২২ মে, ২০২২
মোবাইল: ০১৬২৩৬০৭৯৪৩