আজ (৩১ অক্টোবর, ২০২৪) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি); পানি অধিকার ফোরামসহ ৮টি বিভাগের নদী আন্দোলনকারীরা আদালতের নির্দেশনা অনুযায়ী ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের সংকটাপন্ন নদীগুলোসহ দেশেরসকল নদী দখলমুক্ত ও সীমানা নির্ধারণ করতে সময়, লজিষ্টিক ও রিসোর্সের প্রয়োজনীয়তা উল্লেখপূর্বক একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ৮টি বিভাগের বিভাগীয় কমিশনার, ও জেলা প্রশাসকদের বরাবর পত্র প্রেরণ করেছে। প্রেরিত পত্রে বিভাগীয় নদী রক্ষা কমিটি ও জেলা নদী রক্ষা কমিটির মাসিক সভায় প্রতিটি জেলার সংকটাপন্ন নদীগুলো রক্ষায় করণীয় এজেন্ডা হিসেবে অন্তভর্ভুক্ত করার ও এসব নদী পুনরুদ্ধারে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবী জানিয়েছে ।
উল্লেখ্য দেশের সকল নদীর পরিপূর্ণ তালিকা প্রস্তুত ও অবৈধ দখল থেকে নদীসমূহকে রক্ষা করতে বেলা ২০২১ সালে একটি জনস্বার্থমূলক মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে আদালত দেশের সকল নদীর একটি পরিপূর্ণ তালিকা প্রস্তুতপূর্বক নদীগুলোকে রক্ষায় কর্মপরিকল্পনা প্রস্তুত করতে সকল বিভাগীয় কমিশনারগণের প্রতি নির্দেশ প্রদান করেন। বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণের সহযোগিতায় জাতীয় নদী রক্ষা কমিশন ১০০৮টি নদীর তালিকা প্রস্তুত করে আদালতে দাখিল করলেও আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো কর্মপরিকল্পনা প্রস্তুত করে অদ্যাবধি আদালতে দাখিল করেনি। আদালতের নির্দেশ যথাযথ প্রতিপালনের অভাবে দেশের সংকটাপন্ন নদীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিগত ২৫ ও ২৬ মে, ২০২৪ এ অনুষ্ঠিত জাতীয় নদী সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নদী রক্ষা আন্দোলনের প্রতিনিধিগণ বিভিন্ন বিভাগের ২৪০টি নদীকে সংকটাপন্ন হিসেবে চিহ্নিত করেছে যার মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ৩১টি,বরিশাল বিভাগে রয়েছে ২৯ টি, চট্টগ্রাম বিভাগে রয়েছে ২২টি, খুলনা বিভাগে রয়েছে ৩৭টি, ময়মনসিংহ বিভাগে রয়েছে ১৭টি, রাজশাহী বিভাগে রয়েছে ২১টি, রংপুর বিভাগে রয়েছে ৪৯টি ও সিলেট বিভাগে রয়েছে ৩৪টি ।
আরও তথ্যের জন্য যোগাযোগ করুন-
এস. হাসানুল বান্না
এডভোকেট, বাংলাদেশ সুপ্রীমকোর্ট
ও আইনজীবী, বেলা।
মোবাইলঃ ০১৮৩৩০২৬২৬২
৩১-১০-২০২৪ ইং