-প্রেস বিজ্ঞপ্তি-
আদালতের নির্দেশ লঙ্ঘন করে “মিলেনিয়াম সিটি” কর্তৃক মাটি ভরাট অব্যাহত রাখায় রাজউক চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি
আজ (০৩ মার্চ, ২০২৫) আদালতের নির্দেশ লঙ্ঘন করে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার অর্ন্তগত টোটাইল মৌজায় বিদ্যমান টোটাইল খাল, খাল সংলগ্ন নিচু কৃষিজমি ও জলাশয়ে মাটি ভরাট করে অননুমোদিত হাউজিং প্রকল্পের কার্যক্রম চলমান রাখায় রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা জেলার জেলা প্রশাসক ও মিলেনিয়াম হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ তাইজুদ্দীনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন মহামান্য আদালত।
২০২৪ সালে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার অর্ন্তগত টোটাইল মৌজায় বিদ্যমান টোটাইল খাল, খাল সংলগ্ন নিচু কৃষিজমি ও জলাশয়ে মাটি ভরাটের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ), এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)- সংস্থাসমূহ একটি জনস্বার্থমূলক মামলা (নং ৫১৩/২০২৪) দায়ের করে। মামলার প্রাথমিক শুনানী শেষে মহামান্য আদালত বিগত ২২ জানুয়ারি, ২০২৪ এ টোটাইল খাল, খাল সংলগ্ন নিচু কৃষিজমি ও জলাশয়ে মাটি ভরাটের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। একইসাথে আদালত টোটাইল খাল ভরাট করে গড়ে ওঠা মিলেনিয়াম হাউজিং লিমিটেডের অননুমোদিত “মিলেনিয়াম সিটি” প্রকল্পের সকল কার্যক্রমের উপর স্থগিতাদেশ জারি করেন। সেইসাথে টোটাইল খাল, খাল সংলগ্ন নিচু কৃষিজমি ও জলাশয়ের বর্তমান অবস্থা তদন্ত, মিলেনিয়াম হাউজিং লিমিটেড কর্তৃক মাটি ভরাটের ফলে টোটাইল খালের যে ক্ষতি সাধিত হয়েছে তা নিরূপণ এবং হাউজিং কোম্পানী কর্তৃক টোটাইল মৌজায় অবস্থিত জলাশয়, বন্যা প্রবাহ অঞ্চল ও নিচু কৃষিজমির শ্রেণি পরিবর্তন প্রতিরোধ বিষয়ক প্রতিবেদন রাজউক চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা জেলার জেলা প্রশাসককে আদালতের আদেশ প্রাপ্তির ২ (দুই) মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ প্রদান করেন।
আদালত কর্তৃক প্রদত্ত অন্তর্বর্তীকালীন এ আদেশের স্থগিতাদেশ চেয়ে মিলেনিয়াম হাউজিং লিমিটেড আপীল দায়ের করে। মহামান্য আপীল বিভাগ শুনানী শেষে বিগত ২৯ এপ্রিল, ২০২৪ এ মামলার পক্ষসমূহকে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাটি ভরাটের সকল কার্যক্রমের উপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। ফলশ্রæতিতে মিলেনিয়াম হাউজিং লিমিটেড অননুমোদিত “মিলেনিয়াম সিটি” প্রকল্পে নতুন করে মাটি ভরাট সহ কোন ধরনের উন্নয়নমূলক কাজ করার সুযোগ নেই।
মহামান্য আদালতের সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও তা লঙ্ঘন করে সম্প্রতি মিলেনিয়াম হাউজিং লিমিটেড কর্তৃক অননুমোদিত “মিলেনিয়াম সিটি” প্রকল্পে মাটি ভরাটসহ উন্নয়নমূলক কার্যক্রম চলমান রেখেছে এবং প্লট তৈরি করে বিক্রয়ের উদ্দেশ্যে চটকদার বিজ্ঞাপণ রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার আকারে প্রচার করছে। এমতাবস্থায়, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আদালত অবমাননার মামলাটি (নং ৯/২০২৫) দায়ের করে।
জনাব বিচারপতি ফাহমিদা কাদের ও জনাব বিচারপতি মুবিনা আসাফ-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক দায়েরকৃত একটি আদালত অবমাননার মামলার (আদালত অবমাননা মামলা নং ০৯/২০২৫) প্রাথমিক শুনানি অন্তে উল্লেখিত রুল জারি করেন।
বেলা’র পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ আশরাফ আলী, বার-এট-ল’ এবং তাঁকে সহযোগিতা করেন এডভোকেট এস. হাসানুল বান্না।
আরও তথ্যের জন্য যোগাযোগ করুন-
এস. হাসানুল বান্না
এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
ও আইনজীবী, বেলা
মোবাইল ০১৮৩৩০২৬২৬২
তারিখঃ ৩ মার্চ, ২০২৫