– প্রেস বিজ্ঞপ্তি –
আজ (৬ অক্টোবর) কক্সবাজারের পানেরছড়া বিটের পানেরছড়া রেঞ্জের দক্ষিণ মিঠাছড়ি মৌজার ও মাথাভাঙা বিটের শীলখালী রেঞ্জের রিজার্ভ টেকনাফ মৌজার সংরক্ষিত বনভ‚মি রক্ষায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) একটি আইনি নোটিশ প্রেরণ করেছে।
কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার বরাত দিয়ে প্রেরিত এ নোটিশে উল্লেখ করা হয় যে, মিঠাছড়ি মৌজার সংরক্ষিত বনে ২০০ জন এবং রিজার্ভ টেকনাফ মৌজায় ২৮৭ জন জবরদখলকারী রয়েছে যারা বিভিন্ন স্থাপনা, ঘরবাড়ি, দোকান নির্মাণ করে সংরক্ষিত বন দখলে রেখেছে এবং কৃষি, মৎস্যচাষ ও বাগান করে ভোগদখল করছে। এতে বন, বন্যপ্রাণী ও পরিবেশের উপর বিরুপ প্রভাব পড়ছে, হারিয়ে যাচ্ছে বনের মূল্যবান বৃক্ষরাজি ও আবাসহীন হয়ে পড়ছে বন্যপ্রাণী। বন বিভাগের প্রাপ্ত তথ্য অনুযায়ী বন বিভাগ উল্লেখিত মৌজা দুটিতে বিদ্যমান জবর দখলকারীর তালিকা প্রস্তুত করেছে এবং উচ্ছেদের নোটিশ প্রেরণ করেছে।
বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় রয়েছে সাংবিধানিক প্রতিশ্রুতি। দেশের প্রচলিত আইন অনুযায়ী, প্রাকৃতিক বন উজাড় করে স্থাপনা নির্মাণ জনস্বার্থ বিরোধী ও শাস্তিযোগ্য অপরাধ। বেলা প্রেরিত এ নোটিশে কক্সবাজার জেলার পানেরছড়া রেঞ্জের দক্ষিণ মিঠাছড়ি মৌজার আর.এস ৪০০৮, ৪০১৫, ২০৪০, ৪০০২, ৪০০৭ (বি.এস দাগ নং ১১৫০১, ৬৯৪৫, ১০৫০৭, ১১০০১) নং দাগে ৩৫২.৪৬ একর এবং শীলখালী রেঞ্জের রিজার্ভ টেকনাফ মৌজার আর.এস ১৩৮ (বি.এস দাগ নং ৩০০) দাগে ২৯০.৪০ একর ঘোষিত সংরক্ষিত বনভ‚মিতে বনবিরুদ্ধ সকল কার্যক্রম বন্ধ ও বনভ‚মিতে বিদ্যামান সকল অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদের দাবি জানিয়েছে। একইসাথে সংরক্ষিত এ বনের প্রাকৃতিক বন ও বাগান ধ্বংসের সাথে জড়িত প্রকৃত দোষীকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির এবং বন বিরুদ্ধ নানা কর্মকাÐের ফলে উল্লেখিত বনের যে ক্ষতি হয়েছে, তা নিরুপণ করে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের মাধ্যমে ক্ষতিপূরণ, বনায়নের এবং প্রাকৃতিক বন ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে। প্রাকৃতিক এ বনে কোনো প্রকৃত বনবাসী থাকলে তাদের আইনি অধিকার সুরক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণের এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মিঠাছড়ি ও রিজার্ভ টেকনাফ মৌজার নালিসি সংরক্ষিত বন দখল ও স্থাপনা নির্মাণের সাথে বনবিভাগের কর্মকর্তা জড়িত থাকার অভিযোগের সত্যতা যাচাইপূর্বক দোষী কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বেলা।
আরও তথ্যের জন্য যোগাযোগ করুন-
এস. হাসানুল বান্না
আইনজীবী, বেলা
মোবাইলঃ ০১৮৩৩০২৬২৬২
০৬-১০-২০২৪ ইং