ওসমানী উদ্যানের মধ্য দিয়ে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত বাতিল চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) পত্র প্রেরণ
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর পক্ষ থেকে ওসমানী উদ্যানের মধ্য দিয়ে রাস্তা ও উদ্যানে ২০ তলা বিশিষ্ট কার পার্কিং নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে একটি পত্র প্রেরণ করা হয়েছে। বেলা কর্তৃক ০৯ ফেব্রæয়ারি, ২০২৫ এ প্রেরিত এ পত্রে ওসমানী উদ্যানে উন্মুক্ত স্থান বিরোধী সকল কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে। এছাড়া নগর পরিকল্পনাবিদগণের মতামত গ্রহণ করে এ উদ্যানে নির্মিত সকল অবকাঠামো উচ্ছেদপূর্বক সেখানে সর্বসাধারণের প্রবেশাধিকার নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য যে, স¤প্রতি সচিবালয়গামী যানবাহন চলাচলের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয় ওসমানী উদ্যানের মধ্য দিয়ে ফুলবাড়িয়া ফোনিক্স সড়ক থেকে আব্দুল গনি সড়ক পর্যন্ত একটি সংযোগ রাস্তা ও পার্কের জায়গায় ২০তলা বিশিষ্ট কার পার্কিং নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে- এ মর্মে দেশের জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। ইতোপূর্বে এ উদ্যানটি সংস্কারের নামে গত সাত বছর ধরে সর্বসাধারণের প্রবেশাধিকার বন্ধ করে পার্কের ভেতরে নানা স্থাপনা নির্মাণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগর পরিকল্পনাবিদগণের মতে, পার্ক, উদ্যান ও খেলার মাঠে ৫ শতাংশের বেশি অবকাঠামো নির্মাণের সুযোগ না থাকা সত্তে¡ও এ উদ্যানে ২৩ শতাংশ অবকাঠামো নির্মাণ করা হয়েছে। দেশে প্রচলিত আইন অনুযায়ী খেলার মাঠ/উন্মুক্ত স্থান অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহারের জন্য হস্তান্তর করা যাবে না। ঢাকার খেলার মাঠ ও পার্ক সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে এবং খেলার মাঠে ও পার্কে স্থাপিত সকল স্থাপনা অপসারণে রয়েছে আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা।
মূলত পার্ক/উদ্যান সংরক্ষণে দেশে প্রচলিত আইনী বিধান ও আদালতের নির্দেশের ব্যতয় ঘটিয়ে উদ্যানের ব্যবহার বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই মূলত এ পত্র প্রেরণ করা হয়েছে।
পত্রটি যাদের বরাবর প্রেরণ করা হয়েছে- সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; সচিব
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; সচিব, স্থানীয় সরকার বিভাগ; প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন; চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ; প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর এবং প্রধান নগর পরিকল্পনাবিদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
আরও তথ্যের জন্য যোগাযোগ করুন-
এস. হাসানুল বান্না
এডভোকেট, বাংলাদেশ সুপ্রীমকোর্ট
ও আইনজীবী, বেলা।
মোবাইলঃ ০১৮৩৩০২৬২৬২
১০-০২-২০২৫ ইং