বরিশাল জেলাধীন বানারীপাড়া উপজেলায় গড়ে উঠা ডকইয়ার্ডের অনুকূলে প্রদত্ত লাইসেন্স স্থগিত করতে/সকল কার্যক্রম বন্ধে আদালতের অন্তবর্তীকালীন নির্দেশ
আজ ১৯ জুন, ২০২২ মহামান্য হাইকোর্ট বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার আওতাধীন উদয়কাঠি ইউনিয়নের তেতলা মৌজার আবাসিক এলাকায় গড়ে উঠা মেসার্স মা বাবার দোয়া ক্ষুদ্র ডকইয়ার্ড নামক জাহাজ মেরামতকারী কারখানার অনুকূলে প্রদত্ত লাইসেন্স ও এর নবায়ন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭-এর বিধান ও বাধ্যবাধতার লঙ্ঘন বিধায় তা কেন অবৈধ এবং আইনগতভাবে ভিত্তিহীন ঘোষনা করা হবেনা তা জানতে চেয়ে রুল জারি করেছেন মহামান্য আদালত। একইসাথে কারখানাটির আইনবহির্ভুত, ক্ষতি
জনাব বিচারপতি ফারাহ মাহবুব ও জনাব বিচারপতি এস. এম. মনিরুজ্জামান -এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক দায়েরকৃত এক জনস্বার্থমূলক মামলার (নং- ৬১৭৮/২০২২) প্রাথমিক শুনানী অন্তে উল্লেখিত রুল ও আদেশ জারি করেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার মোহাম্মদ আশরাফ আলী এবং রাষ্টপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব শ্রী সমরেন্দ্র নাথ বিশ্বাস।
মামলার বিবাদীগণ- ১। সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; ২। সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়; ৩। মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর; ৪। চেয়ারম্যান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ; ৫। জেলা প্রশাসক, বরিশাল; ৬। পুলিশ সুপার, বরিশাল; ৭। পরিচালক, বন্দর ও পরিবহন বিভাগ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ; ৮। পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বরিশাল; ৯। সহকারী পরিচালক, বন্দর ও পরিবহন বিভাগ, বরিশাল নদী বন্দর; ১০। উপজেলা নির্বাহী অফিসার, বানারীপাড়া উপজেলা, বরিশাল; ১১। সহকারী কমিশনার (ভূমি), বানারীপাড়া উপজেলা, বরিশার; ১২। অফিসার ইন চার্জ, বানারীপাড়া, বরিশাল; ১৩। প্রোপেইটার, মেসার্স মা বাবার দোয়া ক্ষুদ্র ডকইয়ার্ড, বানারীপাড়া, বরিশাল; ১৪। প্রোপেইটার, মেসার্স সেলিম রেজা এন্টারপ্রাইজ, ওয়ারি, ঢাকা।
উল্লেখ্য, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার আওতাধীন উদয়কাঠি ইউনিয়নের তেতলা মৌজার ৪৭১ নং খতিয়ানের এস এ দাগ ১৬৬, ১৬৮ দাগের ১৪ শতাংশ জমির উপর তেতলা গ্রামের বগাইবাড়ী বসতবাড়ীর নিকট “মা বাবার দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ” নামক ডকইয়ার্ডের অবস্থান। কমলা খ ক্যাটাগরির এ প্রতিষ্ঠানটি “সন্ধ্যা বা কচা নদীর’’ শাখা নদীর দক্ষিণ পাড়ে ফোরশোর এরিয়ায় তেতলার বগাইবাড়ী খেয়াঘাট ও লঞ্চঘাটের মাধ্য স্থানে গড়ে তোলা হয়েছে। পরিবেশ অধিদটপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় হতে শুধুমাত্র ছোট ও মাঝারী সাইজের নৌযান মেরামতের শর্তে ১২ এপ্রিল ২০১৮ হতে ১১ এপ্রিল ২০১৯ পর্যন্ত ১ বছরের জন্য ডকইয়ার্ড মেসার্স মা বাবার দোয়া ইঞ্জিনিয়ানিরং ওয়ার্কশপ, তেতলা বানারীপাড়া বরিশাল অনুকুলে ছাড়পত্র দেয়া হয়। কিন্তু শর্ত লঙঘন করে এখানে ছোট ও মাঝারী সাইজের বলগেট, ট্রলার ও কার্গো তৈরীর কাজ করা হচ্ছে। বিআইডবিøউটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের শর্ত অনুযায়ী পরিবেশের ক্ষতি হয় এরূপ কোন কর্মকাÐ করা যাবে না এবং কোন ক্রমেই ডকইয়ার্ডের বর্জ্য পানিতে ফেলা যাবে না। উল্লেখিত ডকইয়ার্ডটি এসব শর্ত উপেক্ষা করেই ইহার কার্যক্রম অব্যাহত রেখেছে। বসতিপূর্ণ এলাকায় এ ডকইয়ার্ড নির্মাণের কারণে বিপাকে পড়েছেন পাশর্^বর্তী ১১টি পরিবারের আনুমানিক দু’শতাধিক স্থায়ী বাসিন্দা। ডকইয়ার্ডটির পাশেই রয়েছে তেতলা লঞ্চ ঘাট। ডকইয়ার্ডটিতে দিনে ও রাতে কার্যক্রম চলাকালে প্রচÐ শব্দে পাশর্^বর্তী বাসিন্দাদের দৈনন্দিন কার্যক্রম বিঘœ হয়। ক্ষতিগ্রস্ত হয় স্কুল ও কলেজপড়–য়া ছাত্র-ছাত্রীর পড়াশুনা। ভয়াবহ এ শব্দ দূষণ থেকে পরিত্রাণ পেতে ভুক্তভোগী জনগণ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করলে তদন্ত সাপেক্ষে পরিবেশ অধিদপ্তর ৮/৪/২০১৯ তারিখের চিঠিতে ছাড়পত্রের শর্ত লংঘণ করায় ডক ইয়ার্ডের পরিবেশগত ছাড়পত্র বাতিল করে দেন এবং এখানে কার্যক্রম বিরত রেখে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশনা দেন। পরিবেশ অধিদপ্তরের নির্দেশ উপেক্ষা করে ডকইয়ার্ডটির কার্যক্রম পরিচালিত হচ্ছে মর্মে বেলার সাম্প্রতিক সরেজমিন পরিদর্শনে প্রতীয়মান হয়। ডকইয়ার্ডটির এমন কার্যক্রম পরিচালনা আইনগত কর্তৃপক্ষের সিদ্ধান্তের লঙ্ঘন ও সুস্পষ্ট অবমাননা। এমন অবস্থার প্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসী বেলার নিকট আইনী সহযোগীতা চেয়ে আবেদন করলে জনস্বার্থে বেলা উল্লেখিত মামলাটি দায়ের করে।
আরো তথ্যের জন্য যোগাযোগ করুন –
এস. হাসানুল বান্না
আইনজীবী, বেলা।
মোবাইল: ০১৮৩৩০২৬২৬২
তারিখঃ ১৯ জুন, ২০২২